গুলি মাথার একপাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে গেছে: হাদির চিকিৎসক

গুলি মাথার একপাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে গেছে: হাদির চিকিৎসক

মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় অস্ত্রোপচার শেষ হলে উন্নত পোস্ট–অপারেটিভ সাপোর্টের জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুমন রানা এই দেশকে এসব তথ্য জানিয়েছেন।

ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ডা. সুমন রানা বলেন, তাঁর মস্তিষ্কের অংশের অস্ত্রোপচার শেষ হয়েছে। বর্তমানে ইএনটি বিভাগ কাজ করছে এবং এরপর অর্থোপেডিক বিভাগ প্রয়োজনীয় চিকিৎসা দেবে। অপারেশন প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। নেজাল সার্জনরা নাকে নেজাল প্যাক দিচ্ছেন। এ ছাড়া তাঁর পায়ে ঘর্ষণজনিত পোড়া ক্ষত (ফ্রিকশন বার্ন) রয়েছে, যা অর্থোপেডিক সার্জনরা প্লাস্টার ও ড্রেসিংয়ের মাধ্যমে চিকিৎসা করছেন।

আঘাতের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, গুলির আঘাতটি অত্যন্ত গুরুতর ছিল। গুলি এক পাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। কানের পাশের শক্ত হাড় ভেঙে তার টুকরাগুলো মস্তিষ্কের ভেতরে ঢুকে আরও ক্ষতি করেছে, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘সেকেন্ডারি প্রজেক্টাইল’ বলা হয়। গুলিটি পেছন দিক দিয়ে ঢুকে মাথার অপর পাশ দিয়ে বের হয়ে যায়।

ডা. সুমন রানা আরও জানান, বাকি সার্জারিগুলো শেষের দিকে রয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হবে।

সর্বশেষ সংবাদ