ফয়সাল করিমকে সীমান্তপারে সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুজন রিমান্ডে

ফয়সাল করিমকে সীমান্তপারে সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুজন রিমান্ডে

শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অবৈধভাবে ভারতে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেপ্তারকৃতরা হলেন সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিম।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলামের আদালত আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারে যুক্ত ছিলেন। গত শুক্রবার দুপুরে মতিঝিল এলাকায় প্রচার শেষে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাঁকে গুলি করে।

তদন্তসংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, হামলার সময় মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান ফয়সাল করিম মাসুদ। ঘটনার পর তিনি ও মোটরসাইকেলচালক আলমগীর শেখ আগারগাঁওয়ে ফয়সালের বোনের বাসায় যান। পরে সিএনজিচালিত অটোরিকশায় বের হয়ে ওই রাতেই সড়কপথে ময়মনসিংহ হয়ে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যান।

সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে পুলিশ সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিমকে গ্রেপ্তার করে। আজ দুপুরে তাঁদের ঢাকার আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহম্মেদ তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান।

রিমান্ড আবেদনে পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন এজাহারনামীয় আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগীদের অবৈধ পথে ভারতে পালাতে সক্রিয়ভাবে সহায়তা করেছেন—এমন তথ্য সাক্ষ্যপ্রমাণ ও প্রযুক্তিগত উপাত্তে পাওয়া গেছে। পুলিশ আরও জানায়, সিবিয়ন দিউ হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য জুয়েল আড়েংয়ের ভাগনে এবং দীর্ঘদিন ধরে হালুয়াঘাট, ধোবাউড়া ও শেরপুর এলাকায় অবৈধ পারাপারের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের আবেদনে আরও বলা হয়, আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে কার পরিকল্পনা ও নির্দেশনায় সীমান্ত পারাপার ঘটানো হয়েছে, তা উদ্‌ঘাটন করা জরুরি। পাশাপাশি ওসমান হাদির ওপর হামলার মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও মদদদাতাদের শনাক্ত, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করতেও রিমান্ডে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

সর্বশেষ সংবাদ