ফরিদপুরে কনসার্ট না হওয়ার পেছনের কারণ জানালেন নগরবাউল জেমস

ফরিদপুরে কনসার্ট না হওয়ার পেছনের কারণ জানালেন নগরবাউল জেমস

ফরিদপুরে কনসার্ট পণ্ড, যা বললেন নগরবাউল জেমস

ফরিদপুরে নগরবাউল জেমসের কনসার্ট পণ্ড হয়ে গেছে। ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বহিরাগতদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কনসার্ট বাতিল করা হয়। এ ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন জেমস।

নগরবাউল ও জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন এই দেশ-কে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেমস ফরিদপুরে পৌঁছান। অনুষ্ঠান শুরুর পরপরই সেখানে বিশৃঙ্খলার খবর পাওয়া যায়। সে সময় শিল্পীরা গেস্টহাউসে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে আয়োজকেরা কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নেন। এরপরই জেমস ঢাকায় ফিরে আসেন।

এ বিষয়ে জেমস এই দেশ-কে বলেন,

“এটা পুরোপুরি আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা।”

আয়োজক কমিটির সূত্র জানায়, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুধু নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য ছিল। তবে জেমসের পরিবেশনার খবর পেয়ে কয়েক হাজার বহিরাগত স্কুলের বাইরে জড়ো হন। ভেতরে প্রবেশে বাধা দিলে তাঁরা পাশের মুজিব সড়কে অবস্থান নেন। পরিস্থিতি সামাল দিতে বাইরে দুটি প্রজেক্টর বসানো হলেও তা কার্যকর হয়নি।

রাত সাড়ে নয়টার দিকে বহিরাগতদের একটি অংশ দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে মঞ্চ ও দর্শক সারির দিকে ইট ছোড়া হলে অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন। পরিস্থিতি আরও খারাপ হলে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা হস্তক্ষেপ করেন। একপর্যায়ে কয়েকজন অনুপ্রবেশকারী ভেতরে ঢুকে পড়লে জিলা স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রাত ১০টার কিছু আগে পুনর্মিলনী কমিটির আহ্বায়ক ও নিরাপত্তা উপপরিষদের সদস্য বেনজীর আহমেদ তাবরীজ আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেন। তিনি জানান, ইটের আঘাতে কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীমসহ ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম এই দেশ-কে বলেন, জেমসের উপস্থিতির খবরে ২০ থেকে ২৫ হাজার মানুষ স্কুলের সামনে জড়ো হন। এত মানুষকে ভেতরে ঢোকানো সম্ভব না হওয়ায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শেষ পর্যন্ত অনুষ্ঠান বাতিল করা হয়।

সর্বশেষ সংবাদ