প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি, লড়াইয়ে প্রায় ১১ লাখ প্রার্থী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা আগামী বছরের ২ জানুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে। বিপুল সংখ্যক আবেদনকারীর কারণে এবার পরীক্ষায় প্রতিযোগিতা হবে অত্যন্ত কঠিন। প্রায় ১১ লাখ প্রার্থী এই নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন।
প্রথম ধাপে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের প্রার্থীরা পরীক্ষায় বসবেন। দ্বিতীয় ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। হিসাব অনুযায়ী, প্রথম ধাপে প্রতি পদের বিপরীতে গড়ে ৭৩ জন এবং দ্বিতীয় ধাপে ৮০ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফলে শেষ মুহূর্তের প্রস্তুতিতে কৌশলগতভাবে এগোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
⸻
পরীক্ষার কাঠামো ও মানবণ্টন
প্রথমবার অংশগ্রহণকারীদের জন্য পরীক্ষার কাঠামো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি।
পরীক্ষার ধরন নম্বর সময়
লিখিত (এমসিকিউ) ৯০ ৯০ মিনিট
মৌখিক পরীক্ষা ১০ —
লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা হবে। তাই অনুমানের ভিত্তিতে উত্তর দেওয়া থেকে বিরত থাকাই ভালো। লিখিত ও মৌখিক—উভয় পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।
বিষয়ভিত্তিক নম্বর বণ্টন
• বাংলা: ২৫
• ইংরেজি: ২৫
• সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক): ২০
• গণিত ও বিজ্ঞান: ৩০
⸻
শেষ মুহূর্তের প্রস্তুতির কৌশল
চূড়ান্ত প্রস্তুতির জন্য বিগত বছরের প্রাথমিক শিক্ষক নিয়োগ (২০০৯–২০২৩), প্রধান শিক্ষক, এটিইও, টিইও ও পিটিআই ইনস্ট্রাক্টর পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে পড়া জরুরি। পাশাপাশি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন অনুশীলন করলে উপকার পাওয়া যাবে। নিয়মিত মডেল টেস্ট দেওয়াও অত্যন্ত কার্যকর।
বাংলা
কারক, সন্ধি, সমাস, বাগধারা, বিপরীত শব্দ, প্রতিশব্দ ও বাক্য সংকোচনের ওপর বিশেষ গুরুত্ব দিন। সাহিত্য অংশে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান, আল মাহমুদ ও জহির রায়হানের গুরুত্বপূর্ণ রচনা ভালোভাবে পড়তে হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির এনসিটিবির বাংলা ব্যাকরণ ও সাহিত্য বই সহায়ক হবে।
ইংরেজি
ইংরেজি গ্রামারের মৌলিক অংশগুলো—Parts of Speech, Tense, Voice, Narration, Preposition, Correction, Synonym–Antonym এবং Idioms & Phrases—ভালোভাবে অনুশীলন করতে হবে। এনসিটিবি গ্রামার বই ও মানসম্মত অনুশীলনমূলক বই কাজে দেবে।
সাধারণ জ্ঞান
বাংলাদেশ ও আন্তর্জাতিক—দুই অংশেই প্রস্তুতি নিতে হবে।
বাংলাদেশ বিষয়াবলি:
ভৌগোলিক অবস্থান, ইতিহাস, ঐতিহ্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান, প্রশাসনিক কাঠামো, জাতীয় দিবস ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিষয়।
আন্তর্জাতিক বিষয়াবলি:
ভৌগোলিক সীমারেখা, প্রণালি, দ্বীপ, আন্তর্জাতিক সংস্থা (যেমন জাতিসংঘ), আন্তর্জাতিক দিবস, খেলাধুলা ও পুরস্কার।
এ ক্ষেত্রে এনসিটিবির বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইতিহাস ও বিশ্বসভ্যতা, ভূগোল ও অর্থনীতি বই সহায়ক হবে। পাশাপাশি নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করা জরুরি।
গণিত ও বিজ্ঞান
গণিতে ভয় না পেয়ে নিয়মিত অনুশীলন করলে ভালো ফল পাওয়া সম্ভব।
গণিত প্রস্তুতি:
• পাটিগণিত: লাভ-ক্ষতি, সুদ, গড়, শতকরা, ঐকিক নিয়ম, লসাগু-গসাগু
• বীজগণিত: মান নির্ণয়, উৎপাদক বিশ্লেষণ, সরল সমীকরণ, সূচক ও লগারিদম, সেট
• জ্যামিতি: রেখা ও কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ত্রিকোণমিতি ও পরিমিতি
ষষ্ঠ থেকে নবম শ্রেণির বোর্ড বই যথেষ্ট সহায়ক।
বিজ্ঞান অংশে পদার্থের অবস্থা, শক্তি, চুম্বকত্ব, উদ্ভিদ ও প্রাণিজগৎ, রক্ত সঞ্চালন, রোগজীবাণু, খাদ্য ও পুষ্টি এবং মৌলিক আইসিটি জ্ঞান অন্তর্ভুক্ত থাকবে।
⸻
শেষ কথা
নিয়মিত পড়াশোনা, পূর্ববর্তী প্রশ্ন বিশ্লেষণ এবং পর্যাপ্ত মডেল টেস্টই সাফল্যের মূল চাবিকাঠি। আত্মবিশ্বাস ও পরিকল্পিত প্রস্তুতিই আপনাকে এগিয়ে রাখবে।
বিদায় খালেদা জিয়া : সব চেষ্টাই ব্যর্থ
জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা
হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলোয়ার বাড়াতে আসছে নতুন ফিচার
একটি জাতিরাষ্ট্র কখন, কেন ব্যর্থ হয়
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: যেভাবে নেবেন চূড়ান্ত প্রস্তুতি
জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সংকটে এনসিপি, নেতৃত্বে ভাঙন
ফরিদপুরে কনসার্ট না হওয়ার পেছনের কারণ জানালেন নগরবাউল জেমস
মেলবোর্ন টেস্ট : এবার দুই দিনে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
শ্রদ্ধা জানাতে ওসমান হাদির কবরে তারেক রহমান, আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না
খ্রিষ্টানদের ওপর হামলা ও বড়দিনের ছুটি বাতিল: ভারত সরকারের নীরবতার অর্থ কী?
সর্বোচ্চ নিরাপত্তা থাকবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নিয়োগ পেলেন প্রধান বিচারপতি হিসেবে
ক্রিস্টোফার নোলানের ‘ওডিসি’ ১ মিনিট ৫৪ সেকেন্ডেই ঝড় তুলল
সংহতি-সমাবেশ আজ, গানে গানে প্রতিবাদ জানাবে ছায়ানট
জলবায়ু ঝুঁকিতে বিমা খাত: টেকসই কাঠামো গড়ার আহ্বান আইডিআরএ চেয়ারম্যানের
ভিএইচপিসহ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতৃত্বে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ
সুন্দর নির্বাচন করে অপবাদ ঘোচাতে চাই: সিইসি
ওসমান হাদির ভাই: বিচার আদায় করতে হলে আন্দোলনের পথেই থাকতে হবে
ডিজিটাল কর ব্যবস্থায় বিপাকে করদাতা, ই–রিটার্ন বুথ পড়ে আছে ফাঁকা